নিউজ ডেস্ক:
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাজিতপুর দেওয়ানী চৌকী আদালতের উদ্যোগে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার সকালে বাজিতপুর দেওয়ানী আদালত থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুণরায় একই স্থানে এসে শেষ হয়।
পরে এক আলোচনা সভা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিনিয়র সহকারী জজ মাহবুব আলী মুয়াদ। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী জজ মো: মাহবুবুল হক। বক্তব্য রাখেন, সহকারী জজ মোঃ কামাল হোসেন, রুমানা আক্তার, বাজিতপুর আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক এ্যাড. আ ই মুহাম্মদ ইসমাইল শাকের প্রমুখ। সভায় অসহায় বিচারপ্রার্থীদের আইনী সেবা প্রদানে আইনজীবী ও বিচারকদের আন্তরিক হওয়ার আহবান জানানো হয়। অনুষ্ঠানের বিচারক, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী ও বিচারপ্রার্থীগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply