ভৈরব প্রতিনিধি :
কিশোরগঞ্জের বাজিতপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তৃণমূল ভোটের রায় অনুযায়ী মোবারক হোসেন মাস্টারকে মনোনয়ন দেওয়ার কথা থাকলেও এ রায় উপেক্ষা করে সারোয়ার আলমকে দলীয় মনোনয়ন দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে মোবারক হোসেন মাস্টার সমর্থকরা ।
আজ বুধবার সকালে ও মঙ্গলবার বিকেলে ২ দিনব্যাপী বাজিতপুর কলেজ মাঠ ও শহরের বসন্তপুর এলাকা থেকে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় । বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় বাজিতপুর উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মাষ্টার বলেন, বিগত ৬ ফেব্রুয়ারী বাজিতপুর আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে তৃণমূলের ডেলিগেট ভোটার, বাজিতপুর ও জেলা আওয়ামীলীগসহ স্থানীয় সাংসদের রায়ে তিনি আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হন । কিন্তু একটি চক্র ষড়যন্ত্র করে তৃণমূলের রায় উপেক্ষা করে তার মনোনয়ন বাতিল করে সারোয়ার আলমকে দলীয় মনোনয়ন দেন । তাই সারোয়ার আলমের দলীয় মনোনয়ন বাতিল করে তৃণমূলের রায়কে মেনে নেয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আহবান জানান তিনি । এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান আমিন মোহাম্মদ ফারুক, স্থানীয় ইউপি আওয়ামীলীগ সভাপতি আঃ কায়য়ুম, বলিয়ারদী ইউপি চেয়ারম্যান শফিউদ্দিন শফি, হিলচিয়া ইউপি চেয়ারম্যান নাহিদ হোসেন সহ হাজার হাজার দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply