ভৈরব প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচরে শিবনাথ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক মত বিনিময় সভা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
বিকেল ৩টায় বিদ্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। স্কুলের শতবর্ষ উদযাপন সুন্দর, সুষ্ঠু ও জাকজমকপূর্ণভাবে পালন ও সার্বজনীন করতে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান বিপুল সংখ্যক শিক্ষার্থী এ সময় উপস্থিত ছিলেন।
১৯১৮ সনে শিবনাথ বহুমুখী উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এ বিদ্যালয়েল শতবর্ষ উদযাপনের প্রস্তুতিমুলক সভায় আহবায়ক হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ডা. আবদুস সবুর বাচ্চু।
মো. জহিরুল ইসলাম কাজল ও সুখন দত্তের সঞ্চালনায় স্কুলের প্রাক্তন ছাত্র হিসেবে বক্তব্য রাখেন, জ্বালানী ও শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম শফিক, সরারচর ইউনিয়নের চেয়ারম্যান মো. মহসিন মিয়া, প্রাক্তন চেয়ারম্যান আলে মো. আলেম এবং মেরিন চীফ ইঞ্জিনিয়ার মনোয়ার কামাল প্রমূখ।
Leave a Reply