ডেস্ক রিপোর্ট
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৪তম আসর উদ্বোধন হবে আগামী ৯ জানুয়ারি। এরইমধ্যে মেলার স্টলের সংখ্যা নির্ণয়সহ বিভিন্ন কাজ সম্পন্ন হয়েছে। এখন এগিয়ে চলছে নির্মাণকাজ। এবার মেলার মূল গেইট নির্মাণ করা হচ্ছে মেট্রোরেলের আদলে।
বাণিজ্য মেলা শুরু হওয়ার কথা ছিল ১ জানুয়ারি থেকে। কিন্তু একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবার মেলার দিনক্ষণ পেছানো হয়। মেলা শুরু হচ্ছে ৯ জানুয়ারি। চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রধান তত্ত্বাবধায়ক সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) কর্মকর্তারা আশা করছেন, নির্ধারিত সময়ের মধ্যেই যাবতীয় প্রস্তুতি শেষ হবে। তারা বলছেন, মেলাকে ঘিরে এবার গতবারের চেয়ে বিদেশিদের আগ্রহ বেশি। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ হবে। দেশী-বিদেশী প্রতিষ্ঠানের স্টল ও প্যাভিলিয়ন মিলিয়ে প্রায় সাড়ে ৫০০ প্রতিষ্ঠান মেলায় অংশ নেবে।
মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ইপিবির কর্মকর্তা আব্দুর রউফ বলেন, উন্নয়নের সাহসী প্রতিকৃতি হিসেবে এবার মেট্রোরেলের আদলে বাণিজ্য মেলা প্রধান ফটক সাজানো হচ্ছে। এর মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড আরো দৃশ্যমান হবে। গত বছর এই আন্তর্জাতিক মেলার গেট নির্মাণ হয়েছিল পদ্মা সেতুর আদলে।
তিনি বলেন, বাণিজ্য মেলার সব প্রস্তুতি নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে। আশা করছি, এবারের বাণিজ্য মেলায় রপ্তানি আদেশ গতবারের চেয়ে বৃদ্ধি পাবে।
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন দেশের মধ্যে রয়েছে- ভারত, পাকিস্তান, চীন, ব্রিটেন, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ইরান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, তুরস্ক, সিঙ্গাপুর, ভুটান, নেপাল, মরিশাস, ভিয়েতনাম, মালদ্বীপ, রাশিয়া, আমেরিকা, জার্মানি, সোয়াজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও হংকং।
Leave a Reply