নিউজ ডেস্ক :
বান্দরবানের নিউ গুলশান এলাকার একটি বাসা থেকে মর্জিনা আক্তার (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে মরদেহটি উদ্ধার করা হয়। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মর্জিনা আক্তার নিউ গুলশানের একটি ভাড়া বাসায় স্বামীর সঙ্গে থাকতো। শনিবার রাতে তার স্বামী রুমে ঘুমিয়ে পড়লে পাশের রুমে গিয়ে মর্জিনা আক্তার গলায় নিজের ওড়না পেচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে। এর আগেও মর্জিনা কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছে। তবে কী কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।
ওসি মো. শহিদুল ইসলাম বলেন, ‘নিউ গুলশান থেকে মর্জিনা নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী ওমর ফারুককে থানায় আনা হয়েছে। বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
Leave a Reply