নিউজ ডেস্ক :
ঢাকা মেডিকেল কলেজ মর্গে একটি ছবি হাতে দাঁড়িয়ে আছে এক কিশোরী । চোখ দিয়ে অনবরত পানি ঝড়ছে। হাতে শকত্ করে ধরে রেখেছে একটি ছবি। এটা কার ছবি -জানতে চাইলে কিশোরী বলে, ‘আমার আব্বু এটা’। সেদিন আব্বু ঔষুধ কিনতে বাসা থেকে বের হন। আব্বুকে বলেছিলাম তাড়াতাড়ি বাসায় ফিরতে, আব্বুও বলেছিল-আচ্ছা। কিন্তু আব্বু আর বাসায় ফেরেনি। তাই তাকে খুঁজতে এসেছি। কিশোরী মেয়েটি যখন এসব কথা বলছে তখন পাশে দাঁড়িয়ে এক নারী কাঁদছেন, কাঁদছেন অন্য স্বজনরাও।
কিশোরী মেয়েটির নাম ফারিহা তাসনীম রিচি। অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। পাশে দাঁড়িয়ে কাঁদছেন রিচির বোন ফাহিমা তাসনীম সূচি, মা ফাতেমা আক্তার, ফুপাতো ভাই নজরুল ইসলামসহ অন্যরা।
রিচি বলেন, আমাদের বাড়ির কয়েকবাড়ি পরেই আগুন লাগে। আম্মু আমাকে বলে, তোমার আব্বুকে ফোন দাও, সঙ্গে সঙ্গে আমি ফোন দেই আব্বুকে, কিন্তু তখন থেকেই তার ফোন বন্ধ পাই। তারপর থেকে সব হাসপাতালে, সব মর্গে দেখেছি, কিন্তু কোথাও দেখিনি, কোথাও আমরা আব্বুর লাশটা পাইনি।
Leave a Reply