ডেস্ক নিউজ :
বাবার হাত ধরে সড়কের একপাশে দাঁড়িয়েছিল কন্যাশিশু। সড়কের অপর পাশে চাচাতো ভাইকে দেখে বাবার হাত থেকে ছুটে দৌড়ে যাওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দিলে সে মারা যায়। সোমবার সকালে রাজবাড়ী সদর উপজেলার বাহিবহ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই শিশুর নাম এষা আক্তার (৩)। সে বাহিবহ গ্রামের চান্দু ব্যাপারীর মেয়ে। পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এষা বাহিবহ বাজার এলাকায় তার বাবার হাত ধরে দাঁড়িয়েছিল। সড়কের বিপরীত পাশে চাচাতো ভাইকে দেখে তার কাছে যাওয়ার জন্য দৌড় দিলে চলন্ত একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় এষাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়।
মেয়েটি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী সদর হাসপাতালের চিকিৎসক নাহিদ রায়হান। তিনি বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই মেয়েটি মারা গেছে।
Leave a Reply