স্পোর্টস ডেস্ক :
ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের বার্সেলোনাতে ফেরা নিয়ে গুঞ্জন চলছেই। এরই মধ্যে বর্সার অফিসে দেখা গেল নেইমারের প্রতিনিধিদের। তাদের মধ্যে একজন পিএসজি’র আইনজীবী হুয়ান দি দিয়োস ক্রেসপো, যিনি দুই বছর আগে নেইমারের রিলিজ ক্লজ (২২২ মিলিয়ন ইউরো) বার্সেলোনায় ডিপোজিট করেছিলেন।
বার্সার অফিসের সামনে নেইমারের আইনজীবীর প্রবেশের ছবি প্রকাশ করে স্প্যানিশ সংবাদ মাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, ওই সময় ক্যাম্প ন্যুয়ের অফিসে উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট হোসে মারিয়া বার্তমেউ। তবে আইনজীবীদের প্রবেশের ঠিক ১০ মিনিট পরই তিনি বেরিয়ে যান।
এদিকে ঠিক কী হয়েছে বার্সার অফিসে তা নেইমারের আইনজীবী কিংবা ক্যাম্প ন্যু, কোনো পক্ষই নিশ্চিত করেনি। তবে নেইমারের আইনজীবী ক্রেসপো জানিয়েছেন, তার সফরের সঙ্গে নেইমার ইস্যু জড়িত নয়। একটি টেলিভিশন প্রোগ্রামের জন্যই নাকি বার্সায় গিয়েছিলেন তিনি।
Leave a Reply