সিরাজগঞ্জ প্রতিনিধি :
বাস পার্কিং নিয়ে সিরাজগঞ্জে বাস ও ট্রাক শ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় ২ দুই পুলিশ
সদস্য সহ ১৫ জন আহত হয়েছে এবং বাস ও ট্রাকসহ ১৫টি যানবাহন ভাংচুর হয়েছে। অস্থিতিশীর পরিস্তিতি বিরাজ করায় যান চলাচল বন্ধ রয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বেলা ১টার দিকে সিরাজগঞ্জ শহরের নিউ ঢাকা রোডের ট্রাক শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে ট্রাক ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। দফায় দফায় চলা সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছুড়লে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে। সংঘর্ষ থামানোর সময় ইটের আঘাতে ওসি তদন্ত মো. রফিকুল ইসলাম, উপ-পরিদর্শক তরিকুল ইসলাম ও সংঘর্ষকারী উভয় পক্ষের শ্রমিকসহ অন্তত ১৫ আহত হয়। সংঘর্ষের সময় করতোয়া কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানসহ অন্তত ১৫টি যানবাহন ভাংচুর করে বিক্ষুব্ধ শ্রমিকরা।
সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আনসার আলী জানান, বেলা ১ টার দিকে নিউ ঢাকা রোড়ে ট্রাক শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে এসআই পরিবহণের একটি বাস পার্কিং করলে ট্রাক শ্রমিকরা বাসের স্টাফদের মারধর করে। ঘটনাটি বাস শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে উভয় পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ বাধে। আবারও সংঘর্ষ ও ভাংচুরের আতংকে বর্তমানে বাস চলাচল বন্ধ রয়েছে।সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দাউদ জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়ন থাকায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
Leave a Reply