কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের বর্তমান সংসদ সদস্য আফজাল হোসেন দ্বাদশ সংসদ নির্বাচনে পুনরায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। এ নিয়ে টানা চারবার এ আসনের নৌকার মাঝি হলেন তিনি।আজ বাজিতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে আওয়ামী লীগ মনোনয়ন প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।
.
এমপি আফজাল হোসেন বলেন, বিএনপির চলমান আন্দোলনে নির্বাচনের কোন প্রভাব পড়বে না। আরো বলেন, জামায়াতের নিবন্ধন নাই, আর বিএনপির যে আন্দোলন করছে এতে কোন প্রভাব পড়বে না। এছারা নির্বাচনে জাতীয় পার্টি সহ প্রায় ৩০ টি দল অংশগ্রহণ করছে। আগামী ৭ ই জানুয়ারি স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দিবেন।
.
সংসদ সদস্য আফজাল হোসেন আরো বলেন, আমি ২০০৮ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই অন্ধকার জনপদ নিকলী-বাজিতপুর আলোকিত হয়েছে। এ এলাকার গ্রামগুলো ইতিমধ্যে শহরে পরিনত হতে যাচ্ছে। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার বিপ্লব ঘটেছে এ অঞ্চলে। আবার যদি আমি নির্বাচিত হতে পারি তাহলে চলমান উন্নয়ন কাজগুলোর ধারাবাহিকতাসহ বাকী কাজগুলো করব।
Leave a Reply