ডেস্ক রিপোর্ট
একাদশ সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি’র সাথে জোটবদ্ধ হলে নির্বাচনে সম্মানজনক আসন পাবেন বলে আশা প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ। তিনি বলেন, বিএনপি যদি নির্বাচনে আসে তাহলে আমরা জোটবদ্ধভাবে নির্বাচন করবো, তার সম্ভাবনা আছে। এখনো কারো সাথে জোটবদ্ধ হইনি। তবে বিষয়টি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আজ বৃহস্পতিবার বনানীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন।
এসময় এরশাদ বলেন, আমরা ৩০০ আসনে মনোনয়ন পত্র চূড়ান্ত করেছি। সব আসন থেকে মনোনয়ন পত্র নিতে এসেছে এটি ভালো দিক। এখন শুধু দেখার বিষয় কোন প্রার্থী ভালো কোন প্রার্থী ভালো নয়, প্রার্থীর গুনাগুন ও জনপ্রিয়তা যাচাই করেই মনোনয়ন দেওয়া হবে।
Leave a Reply