ডেস্ক রিপের্ট
আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
একাদশ জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ ও ফল ঘোষণার পর এটাই তাদের প্রথম সাক্ষাত।
একাদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। সংখ্যাগরিষ্ঠ দলের সভাপতি হিসেবে এবারও টানা তৃতীয় মেয়াদে সংসদ নেতা হতে যাচ্ছেন শেখ হাসিনা।
এ প্রক্রিয়ার অংশ হিসেবে ২ জানুয়ারি ২৯৮ সংসদীয় আসনে বিজয়ীদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। আজ তাদের শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে। তবে ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত ৭ জনপ্রতিনিধি শপথবাক্য পাঠ থেকে বিরত থাকেন।
এর পরের প্রক্রিয়া অনুযায়ী রাষ্ট্রপতি সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে শেখ হাসিনাকে মন্ত্রিপরিষদ গঠনের জন্য আহ্বান জানাবেন।
Leave a Reply