নিজস্ব প্রতিনিধি :
কিশোরগঞ্জে ব্যক্তিগত উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের পাঠ দানের জন্য বিদ্যানীড় স্কুল তিন বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্কুলটির প্রতিষ্ঠাতার একান্ত প্রচেষ্টায় শতাধিক সুবিধাবঞ্চিত ছাত্র-ছাত্রী ঈদে নতুন জামা পেয়ে আনন্দে বিহ্বল।
সোমবার(৩জুন) বিকেল ২টায় কিশোরগঞ্জের হারুয়া চৌরাস্তার পাগলা মসজিদ রোডে বিদ্যানীড় স্কুলে এ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
স্কুলটির প্রতিষ্ঠাতা মৌসুমি রিতু বলেন, প্রতি বছরের মত এবছরও ১০৫ জন শিশুর মাঝে ঈদ উপহার স্বরূপ নতুন জামায় দিয়ে অনেক আনন্দ অনুভব করছি। কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল হক ঢালি লিমনকে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে পথ চলতে আমরা বরাবরই কাছে পাই।
লিমন ঢালি বলেন, কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগ সবসময়ই বিদ্যানীড়ের পাশে থাকবে। আগামিতে আরো বেশি সংখ্যক অসহায় শিশুদের মাঝে ঈদ বস্ত্র করতে পারে সে দিকে নজর থাকবে।
এ-সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির পাঠাগার বিষয়ক উপ সম্পাদক মো. আতিকুল ইসলাম ও কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল হক ঢালি লিমন, বিদ্যানীড়ের প্রতিষ্ঠাতা মৌসুমি রিতু ও অন্যান্য শিক্ষকবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply