বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে একই দিন হারের মুখ দেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ড্র করেছে উরুগুয়ে। তিন দেশেরই ছিল অ্যাওয়ে ম্যাচ। কলম্বিয়ার কাছে ২-১ গোলে আর্জেন্টিনা ও প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হেরেছে সেলেসাওরা এবং ভেনেজুয়েলার সঙ্গে গোলশূন্য ড্র করেছে উরুগুয়ে।
মুদ্রার উল্টোপিঠ দেখল মেসিবিহীন আর্জেন্টিনা। ১২ ম্যাচ পর হারল লিওনেল স্কালোনির দল। আর কলম্বিয়া প্রতিশোধ নিল কোপা আমেরিকা ফাইনাল হারের!
স্তাদিও মেত্রোপলিতানোতে লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজদের নিয়ে স্কালোনির আক্রমণভাগ। তবু প্রথমার্ধে মেলেনি গোলের দেখা। বরং ২৫ মিনিটে হামেস রদ্রিগেজের অ্যাসিস্টে মোকিরা এগিয়ে নেন স্বাগতিকদের।
বিরতির পর বিশ্বচ্যাম্পিয়নদের ম্যাচে ফেরান নিকোলাস গঞ্জালেস। মধ্যমাঠ একাই বল নিয়ে গিয়ে ফাঁকি দেন কলম্বিয়া গোলরক্ষককে। তবে ম্যাচ বাঁচাতে পারেনি স্কালোনির দল!
ভিএআরে পেনাল্টি পায় কলম্বিয়া। ৬০ মিনিটে দলকে এগিয়ে নেন হামেস রদ্রিগেজ। আর্জেন্টিনা আর ম্যাচে ফিরতে পারেনি।
বিশ্বকাপ বাছাইয়ে এটি দ্বিতীয় হার মার্টিনেজ, আলভারেজদের। তবু ১৮ পয়েন্ট নিয়ে টেবিলে সবার ওপরে আর্জেন্টিনা। সমান ৮ ম্যাচে ২ পয়েন্ট কম কলম্বিয়ার।
এদিকে এ হার কোনভাবেই মানতে পারছেন না আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি। তাই তো বিশ্বজয়ী কোচ বলেন, আমরা হারতে পছন্দ করি না। তবে পরিস্থিতি অনুযায়ী আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। হয়তো জিততেও পারতাম। পেনাল্টিতে গোল খাওয়ার পর আমরা আমাদের পরিকল্পনা মত খেলতে পারিনি।
অন্যদিকে ব্রাজিলও হেরেছে অ্যাওয়ে ম্যাচে। ২০২৬ বিশ্বকাপে ফাইনাল খেলবে ব্রাজিল, হেড কোচের এমন মন্তব্যের পর বিশ্বকাপ বাছাইয়ের যে ম্যাচ নেমেছিল সেলেসাওরা সেটিই হয়ে রইল হতাশার।
২০ মিনিটে দিয়েগো গোমেজের গোলে লিড পায় কলম্বিয়া। বাকি ৭০ মিনিটেও আর ম্যাচে ফেরা হয়নি নেইমারবিহীন ব্রাজিলের। বিশ্বকাপ বাছাইয়ে ৮ ম্যাচে চতুর্থ হার ব্রাজিলের, পয়েন্ট টেবিলে পাঁচে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এমন হারের পর পরাজয়ের দায়ভারটা নিজের কাঁধেই নিয়েছে কোচ দরিভাল জুনিয়র। তিনি বলেন, ব্যর্থতার দায় আমার। আমি কোনো ফুটবলারকে দোষ দিতে চাই না। সাফল্যের পথ সহজ না। তবে আমরা উপায় খুঁজছি কিভাবে ব্যর্থতা দূর করা যায় ।
Leave a Reply