হৃদয় আজাদ :
১৪ই ফেব্রুয়ারী বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে প্রতিবছরের মতো এবারও কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা নদীর ত্রি-সেতু এলাকায় হাজারো দর্শনার্থীদের ভিড় জমেছিল। বৃহস্পতিবার সকাল থেকেই এক এক করে ভৈরবের ঐতিহ্যবাহী একমাত্র বিনোদন কেন্দ্রটিতে আসতে থাকে দর্শনার্থীরা। বেলা বাড়ার সাথে সাথে দর্শনার্থীদের ভিড়ও বাড়তে থাকে ।
এদিকে পহেলা ফাল্গুন আর পর দিনই ভালোবাসা দিবস হওয়ায় ব্যাপক চাহিদা বেড়েছে গোলাপ-রজনীগন্ধাসহ বিভিন্ন ফুলের। অতিরিক্তি চাহিদা থাকায় এসব ফুলের দাম বেশ চড়া হলেও বিশেষ দিনে প্রিয় মানুষের মুখের হাসি ফুটাতে ফুলের চড়া দামকে অনেকটা স্বাভাবিক চোখেই দেখছেন ক্রেতারা। দু’টি দিবস উপলক্ষেই শহরের বিভিন্ন অলি-গলিতে পর্দা আর চেয়ার টেবিল নিয়ে অস্থায়ী ফুলের দোকান নিয়ে বসেন অনেকেই। আর তাই তুলনামূলকভাবে বেচা-কেনা কম হয়েছে বলেও জানালেন পেশাদার ফুল বিক্রেতাদের কেউ কেউ।
ভালোবাসা দিবস সারাদিনই হাজারো মানুষের পদচারণায় মুখরিত ছিল ভৈরবের একমাত্র বিনোদন কেন্দ্র মেঘনার ত্রি-সেতু এলাকা। ভালোবাসা দিবসে আনন্দ ভাগাভাগি করতে ভৈরব, আশুগঞ্জ, ব্রাক্ষ্মণবাড়িয়া, নরসিংদীসহ বিভিন্ন জেলার লাখো মানুষের সমাগম ঘটে ভৈরবের এই নদী এলাকায়। আর এই দিনে বাড়তি রোজগারের আশায় বাচ্চাদের আকর্ষণীয় বিভিন্ন খেলনা ও লোভনীয় ফুচকা-চটপটিসহ হরেক রকমের খাবারের স্টল বসে এই বিনোদন কেন্দ্রে। আবার ভালোবাসা দিবসে দর্শনার্থীদের বাড়তি আনন্দের যোগান দিয়েছে নাগরদোলা, চলন্ত ট্রেন ও ঘোড়ারগাড়ি।
প্রিয় মানুষকে নিয়ে খোলা নদীতে নৌ-ভ্রমণেও যান অনেকেই। আবার খোলা নদীর তীরে বসে বাদাম আর মুঠো মুঠো ঝালমুড়ির সাথে নিজেদের সুখ দুঃখের গল্প করতে বসেন ঘুরতে আশা মানুষজন।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘুরতে আশা লাখো দর্শনার্থীদের দিনব্যাপি নিরাপত্তা দিতে ভৈরব থানাপুলিশের পর্যাপ্ত পুলিশ মোতায়ন ছিল এই বিনোদন কেন্দ্রে। যার ফলশ্রুতিতে ভালোবাসা দিবসে ভৈরবের এই বিনোদন কেন্দ্রটির দর্শনার্থীরা আনাবিল আনন্দে বিহ্বল ছিল।
Leave a Reply