বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগে শেষ অফিশিয়াল প্রস্তুতি ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ভারতের গুয়াহাটিতে শুরু হওয়া ম্যাচটিতে বৃষ্টি হানায় খেলা বন্ধ হয় ৪টা ২৩ মিনিটে। বৃষ্টির কারণে বন্ধ থাকা খেলা নেমেছে ৪০ ওভারে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭ টায় শুরু হওয়ার কথা ছিল।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৩০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৫৩ রান। মিরাজ ৬০ আর তাওহিদ হৃদয় ৫ রানে অপরাজিত আছেন।
টানা দ্বিতীয় ম্যাচে ফিফটির দেখা পেয়েছেন মেহেদি হাসান মিরাজ। তবে মিরাজ দারুণ ব্যাটিং করলেও টপ আর মিডল অর্ডারের বাকিরা করেছেন হতাশ। লিটন দাস ৫, নাজমুল হোসেন শান্ত ২, মুশফিকুর রহিম ৮ আর মাহমুদউল্লাহ রিয়াদ আউট হয়েছেন ১৮ রান করেই।
ম্যাচে মিরাজের পাশাপাশি রানের দেখা পেয়েছেন তানজিদ হাসান তামিম। ফিফটির কাছে এসে হতাশ হয়ে ফেরেন তিনি। তার দারুণ এক ইনিংসের সমাপ্তি ঘটেছে মার্ক উডের গতিময় এক ডেলিভারিতে। উডের বলটি ইনসাইডেজ হয়ে ভেঙে যায় স্টাম্প। ৪৪ বলে ৪৫ রানের ইনিংসে ৭টি চার আর ১টি ছক্কা হাঁকান বাঁহাতি এই ওপেনার।
বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে বাংলাদেশের শেষ প্রস্তুতি ম্যাচ। গুয়াহাটিতে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশের স্কোয়াড:
লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।
ইংল্যান্ড স্কোয়াড:
দাওবিদ মালান, হ্যারি ব্রুক, জস বাটলার, বেন স্টোকস, মঈন আলি, স্যাম কারান, ডেভিড উইলি, আদিল রশিদ, রিস টপলি, মার্ক উড, গাস অ্যাটকিনসন।
Leave a Reply