ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি ভবনে তার দ্বিতীয় মেয়াদের শপথ নেবেন। দেশটির প্রেসিডেন্ট রাম নাথ কোভিন্দ এক টুইট বার্তায় এমনটিই জানিয়েছেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শপথ নেয়ার ব্যাপারে গতকাল সন্ধ্যায় প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন মোদি। তখনই হয়তো এই সময় নির্ধারণ করা হয়। এবার লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) ৩৫২ আসন পেয়েছে। ফলে দ্বিতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে তারা। যদিও এখনও পর্যন্ত মন্ত্রিসভা গঠন করেননি মোদি। এমনকি এ বিষয়ে কোনও ইঙ্গিতও নাকি দেননি।
I Learned My Stalkers