হৃদয় আজাদ:
কিশোরগঞ্জের ভৈরবে তের বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে ৪ বখাটের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন মেয়েটির মা। ঘটনার পর পর বখাটের অভিভাবকদের বিষয়টি জানালে তারা উল্টো ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ পরিবারটির। বর্তমানে বখাটেদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভোগছে ভুক্তভোগীর পরিবার।
শুক্রবার সন্ধ্যায় ভৈরবের কালিকাপ্রসাদ গ্রামের হাইস্কুল পাড়া এলাকায় এক মেয়েকে জোরপূর্বক ঘর থেকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে হেদায়েত উল্লাহর ছেলে শরীফ (২২), মন্নাফ মিয়ার ছেলে ফাহিম (১৮), লবু মিয়ার ছেলে বায়েজিদ (২৪) ও আউয়াল মিয়ার ছেলে তৌহিদ (২৬) । এঘটনার দুইদিন পর সোমবার শিশুটির মা সাহিদা বেগম বাদী হয়ে কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতে একটি মামলা করেন।
মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় ৪ বখাটে তাদের বাড়িতে এসে মেয়েকে মুখ বেঁধে জোরপূর্বক ঘর থেকে বের করে পাশের একটি পাট ক্ষেতে নিয়ে যায়। এসময় মেয়েটির মা সাহিদা বেগম ও তার স্বামী নবাব আলী বাড়ীর পাশে একটি মাঠে ধান মাড়াই করছিলেন। মেয়েকে একা পেয়ে বখাটেরা পাট ক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়েটির চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে বখাটেরা পালিয়ে যায়। পরে মেয়েটিকে উদ্ধার করলে তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর অঙ্গে আঘাতের চিহ্ন পাওয়া যায়।
এদিকে মামলা দায়েরের পর থেকে মামলা তুলে নিতে বখাটেদের পরিবারের লোকজন ভুক্তভোগীর পরিবারকে নানাভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলেও অভিযোগ রয়েছে ।
পরিবারটিকে শতভাগ নিরাপত্তা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন।
Leave a Reply