ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে৷ বৈঠকে ৩০০ প্রার্থী উপস্থিত হয়েছেন।
বৈঠকে বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী, গণফোরাম মহাসচিব মোস্তফা মোহসীন মন্টু, সুব্রত চৌধুরীসহ বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত হয়েছেন।
বৈঠকে নিজ নিজ দলীয় আসনে ৩০ ডিসেম্বর কি ঘটেছে সে বিষয়ে প্রত্যেকের বক্তব্য শোনা হবে এবং পরবর্তী করণীয় বিষয়ে প্রত্যেকের বক্তব্য নিয়ে বিকালে প্রধান নির্বাচন কমিশনের কাছে নির্বাচন বাতিল এবং নিরপেক্ষ সরকারের অধীনে পুনরায় নির্বাচনের দাবি নিয়ে স্মারকলিপি দিতে যাবে।
Leave a Reply