স্পোর্টস ডেস্ক :
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল।
প্রথম ওয়ানডে জিতে ফুরফুরে মেজাজে থাকা শ্রীলঙ্কা আজ মাঠে নামছে একাদশে দুই পরিবর্তন এনে। প্রথম ম্যাচে ওয়ানডে ক্যারিয়ারকে বিদায় বলা লাসিথ মালিঙ্গার জায়গায় লঙ্কান একাদশে ফিরেছেন ইসুরু উদানা। তাছাড়া থিসারা পেরেরার বদলে দলে ফিরেছেন অকিলা ধনাঞ্জয়া।
পক্ষান্তরে পরিবর্তন এসেছে বাংলাদেশের একাদশেও। পেসার রুবেল হোসেনের বদলে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে অন্তর্ভুক্ত করে দল সাজিয়েছে সফরকারীরা। বাঁহাতি এ স্পিনার রঙিন পোশাকে নিজের সবশেষ ওয়ানডে খেলেছিলেন ২০১৬ সালের ২৮ সেপ্টেম্বর। এর ফলে প্রায় তিন বছরের অপেক্ষার ইতি টেনে জাতীয় দলের হয়ে আবারও ওয়ানডে খেলতে নামছেন তাইজুল।
উল্লেখ্য, প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের কাছে ৯১ রানে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে সফরকারীরারা। সিরিজ রক্ষার্থে তাই আজ জয়ের কোনো বিকল্প নেই তামিমদের। কেননা আজ বাংলাদেশকে হারাতে পারলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিবে স্বাগতিকরা।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান এবং শফিউল ইসলাম।
শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশাল পেরেরা, অভিষকা ফার্নান্দো, কুশাল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, লাহিরু থিরিমান্নে, ধনাঞ্জয়া ডি সিলভা, ওকিলা ধনাঞ্জয়া, নুয়ান প্রদীপ, লাহিরু কুমারা এবং ইসুরু উদানা।
লাইভ দেখতে ক্লিক করুন
Leave a Reply