স্পোর্টস ডেস্ক :
ইংল্যান্ড আসরে শিরোপার অন্যতম দুই দাবিদার ভারত ও নিউজিল্যান্ড। তবে সেমিফাইনালে এক দলকে বিদায় নিতে হবে। কয়েকঘণ্টা পরই ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে প্রথম সেমিতে শিরোপা মঞ্চের টিকিট কাটার পরীক্ষায় নামবে কোহলি ও উইলিয়ামসনের দল।
৯ ম্যাচে ৭ জয়, এক হার ও একটি পরিত্যক্ত ম্যাচের সুবাদে সর্বোচ্চ ১৫ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। অন্যদিকে লিগপর্বের শেষ তিনটি ম্যাচে হেরে ১১ পয়েন্ট নিয়ে শ্রেয়তর রানরেটের সুযোগে পাকিস্তানকে পেছনে ফেলে চতুর্থ দল হিসেবে সেমির টিকিট পায় নিউজিল্যান্ড।
ইতিমধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন
গত আসরের রানার্সআপ নিউজিল্যান্ডের সেমিফাইনালে পথ হারিয়ে ফেলার পুরনো অভ্যাস রয়েছে। বিশ্বকাপে নিজেদের প্রথম ছয় সেমির ছয়টিতেই হেরেছে কিউইরা। সপ্তমবারে এসে ভাগ্য বদলায়। ঘরের মাঠে ২০১৫ বিশ্বকাপে ধারায় পরিবর্তন ঘটিয়ে ফাইনালে জায়গা করে নেয় তাসমান সাগর পাড়ের দেশটি। তবে ফাইনাল জেতা হয়নি। এবার উইলিয়ামসনদের ব্যাক-টু-ব্যাক ফাইনালের হাতছানি।
অন্যদিকে সেমিফাইনালে ভারতের ফলাফল ফিফটি-ফিফটি। এখন পর্যন্ত ছয়বার বিশ্বকাপের সেমিফাইনাল খেলে তিনবার জয় পায় ভারত। পরাজিত হয় সমান তিনবার। নিউজিল্যান্ডের বিপক্ষে সাফল্য সংখ্যাটা এগিয়ে নেয়ার পালা দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।
আন্তর্জাতিক ওয়ানডেতে দুদলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে রয়েছে ভারত। ১০৭ বারের সাক্ষাতে টিম ইন্ডিয়ার ৫৫ জয়ের বিপরীতে নিউজিল্যান্ড জিতেছে ৪৫ ম্যাচে। একটি ম্যাচ টাই হয়েছে, ছয়টি পরিত্যক্ত।
তবে বিশ্বকাপের পরিসংখ্যান কিছুটা এগিয়ে রাখছে কিউইদের। বিশ্বমঞ্চে সাতবারের সাক্ষাতে নিউজিল্যান্ডের চার জয়ের বিপরীতে ভারতের জয় তিনটি।
বিশ্বকাপের সেমিতে সবশেষ ২০০৩ সালে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। সেবার কিউইদের হারায় টিম ইন্ডিয়া। চলতি আসরে লিগপর্বের ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে গেলেও বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে ভারতকে ৬ উইকেটে হারানোর টাটকা স্মৃতি আছে কিউইদের। তাতে ভারতের সমান আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবেন টেলর-গাপটিলরা।
টিম নিউজ
দুজন স্পিনার নাকি একজন স্পিনার খেলাবে ভারত সেটি নিয়ে প্রশ্ন রয়েছে। তবে কেদার যাদবকে একাদশে নেয়ার সম্ভাবনাই বেশি। অন্যদিকে নিউজিল্যান্ড দলে একটি পরিবর্তন আসবে। লোকি ফার্গুসনকে জায়গা দিতে ছিটকে পড়বেন টিম সাউদি।
ভারত একাদশ: রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, দিনেশ কার্তিক/রিশভ পান্ট, এমএস ধোনি, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল ও জাসপ্রিত বুমরাহ।
নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, কলিন মুনরো/হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন, রস টেলর, টম ল্যাথাম, জেমস নিশাম, মিচেল স্যান্টেনার, কলিন ডি গ্র্যান্ডহোম, ম্যাট হেনরি, লোকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।
খেলাটি লাইভ দেখতে ক্লিক করুন
Leave a Reply