নিউজ ডেস্ক :
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চারজন। খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসেন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (১৫ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ঢাকা- সিলেট মহাসড়কের উপজেলার বীরপাশায় এ দুর্ঘটনা ঘটেছে।
মৃতরা হলেন, ঢাকা খিলগাঁয়ের বাসিন্দা অপু (৩৩) ও তার স্ত্রী ঝুমুর (২০), পরশ (৩২), রিজন (৩১) এবং হাসান জামান (৩২)।
খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসেন সরকার বলেন, মৃতরা সবাই এসিআই কোম্পানিতে কর্মরত। তারা মাইক্রোবাসে করে ঢাকা থেকে সিলেট যাচ্ছিলেন। পথে বীরপাশায় মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের পাঁচ যাত্রীর মৃত্যু হয়। এ সময় মাইক্রোবাসের চালকসহ আহত চারজনকে হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান ওসি।
Leave a Reply