হৃদয় আজাদ :
ভৈরবে ব্রীজ থেকে নদীতে পড়ে যাবার নয় ঘন্টা পর মোঃ রাহিম (১২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। গত মঙ্গলবার বিকেলে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের কোদালকাটি ব্রীজে এঘটনা ঘটে। নিহত শিশু রাহিম মৃগি রোগে আক্রান্ত ছিল বলে জানা গেছে। সে শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামের মোঃ হানিফ মিয়ার ছেলে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
খোজ নিয়ে জানা যায়, গত মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে শিশু রাহিম তার কযেকজন সমবয়সী বন্ধুদের সাথে কোদালকাটি ব্রীজের উপরে খেলা করছিল। খেরাধুলার এক পর্যায়ে রাহিম ব্রীজের রেলিং এর উপরে উঠে পড়ে এবং সেখান থেকে সে নিচে নদীতে পড়ে যায়। এসময় তার বন্ধুদের ডাকক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে মাছধরার জাল ফেলে এবয় বিভিন্ন ভাবে চেষ্টা করেও শিশু রাহিমকে উদ্ধার করতে পারেনি। পরে খবর পেয়ে ভৈরব বাজার ফায়ার সার্ভিসের একটি ইউনিট বিকেল পাচঁটায় ঘটনাস্থলে পৌছে ঘন্টা ব্যাপি চেষ্টা চালিয়েও শিশু রাহিম নদীল গভীরে তলিয়ে যাওয়ায় তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়। শেষে ময়মনসিংহ থেকে চার সদস্যের একটি ডুবুরী দল রাত সাড়ে আটটায় ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করে। ডুবুরি দলের প্রধান কামরুজ্জামান এর নেতৃত্বে উদ্ধার কাজ শুরু হওয়ার ৪৫মিনিটের মাথায় রাত সোয়া নয়টার দিকে নদীর তলদেশ থেকে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয় ডুবুরিরা।
এবিষয়ে ভৈরব বাজার ফায়ার সার্ভিসের টিম লিডার মুছা ভূইয়া জানান, ব্রীজ থেকে নীচে একটি বাচ্চা পড়ে যাবার খবর শুনে সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌছে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করি। কিন্তু শিশুটি নদীরে গভীরাংশে তলিয়ে যাওয়ার ফলে আমরা তাকে উদ্ধার করতে পারিনি। পরে ময়মনসিংহের ডুবুরি দলকে খবর দিয়ে ঘটনাস্থলে নিয়ে এসে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হই।
Leave a Reply