ডেস্ক রিপোর্ট
অনূর্ধ্ব–১৫ সাফ ফুটবলের ফাইনালে জায়গা করে নিলো বাংলাদেশ। আজ নেপালের আনফা কমপ্লেক্সে ভারত বাংলাদেশ মুখোমুখি হয়ে ভারতকে হারিয়ে পৌঁছে গেল বাংলাদেশ।
খেলার শেষ পর্যায়। ঘড়ির কাটায় তখন ৯২ মিনিট। ম্যাচে ১-০ গোলে এগিয়ে ভারত। এমন সময় যে ঘটনা ঘটল, তাতেই প্রাণ ফিরে পেল বাংলাদেশ। নিজেদের ডি-বক্সে ভারতীয় ডিফেন্ডার ফাউল করায় পেনাল্টি পায় বাংলাদেশ। তা থেকে দারুণ এক গোল করে সমতা ফেরান আশিকুর রহমান।
সমতায় থেকে খেলা শেষ হয়। এর পর ট্রাইবেকারে ভারতকে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে উঠে লাল সবুজের বাংলাদেশ।
Good luck and congratulationsrr ??????