আগরতলায় সহকারি হাই কমিশন ভাংচুর ও অগ্নীসংযোগসহ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কিশোরগঞ্জের ভৈরবে প্রতিবাদ ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ৩টায় ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দূর্জয় মোড় সংলগ্ন বঙ্গবন্ধু স্মরণীতে এ কর্মসূচীর আয়োজন করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজিত এই কর্মসূচীতে যোগ দেয় স্থানীয় বিএনপি ও এর সহযোগি অঙ্গ সংগঠনের নেতারা। এছাড়াও সমাবেশে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি ও স্থানীয় স্কুল-কলেজ ও মাদ্রাসার কয়েকশ শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন ভৈরব উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মোঃ শাহিন, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রীর সহ-সভাপতি আলহাজ্ব জাহিদুল হক জাবেদ বৈষম্যবিরোধী ছাত্র সমাজের প্রতিনিধি শরীফুল হক জয়, সিহাব উদ্দিন তুহিনসহ আরো অনেকে।
এসময় বক্তারা আগরতলায় সহকারি হাই কমিশনে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা মাথা উচু করে বাচঁতে চাই, আমাদেরকে আমাদের মত করে বাচঁতে দেন। হুশিয়ারি দিয়ে বক্তারা আরো বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় দলমত নির্ভিশেষে আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলা হবে। এই দেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সকলের বাংলাদেশ। মাতৃভূমির প্রতি যাদের ভালোবাসা আছে তারা কখনই ভারতকে ছাড় দেবে না।
পরে ছাত্র জনতার আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে কর্মসূচীর সমাপ্তি ঘটে।
Leave a Reply