ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনায় উভয় দেশকে সংযত হতে বলেছে চীন। আজ মঙ্গলবার নয়াদিল্লি এবং ইসলামাবাদের প্রতি এই আহ্বান জানিয়ে বেইজিংয়ের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং এক বিবৃতির মাধ্যমে দুই দেশের প্রতি এমন আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে বেইজিং বলেছে, ভারত ও পাকিস্তান উভয়ই সংযত হয়ে সমঝোতার চর্চা করবে; আমরা এটা আশা করি। এটা দেশ দুটির মধ্যে উত্তেজনা কমিয়ে স্থিতিশীল পরিবেশ তৈরিতে সহায়ক হবে।
আজ ভোরে পাকিস্তানে হামলা করেছে ভারতীয় বিমানবাহিনী। পাকিস্তানের বালাকোটে পাকিস্তানভিত্তিক সশস্ত্র সংগঠন জইশ-ই-মোহাম্মদের ঘাঁটি লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
Leave a Reply