স্পোর্টস ডেস্ক :
আসন্ন শ্রীলঙ্কা সফরে ভারপ্রাপ্ত কোচ হিসেবে খালেদ মাহমুদ সুজনকেই চূড়ান্ত করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খান। তার সঙ্গে ব্যাটিং পরামর্শক হিসেবে থাকবেন ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর। বোলারদের দেখভাল করবেন বাংলাদেশের প্রথম বোলিং কোচ চম্পকা রামানায়েকে।
কয়েক দিন ধরে ভারপ্রাপ্ত কোচ হিসেবে খালেদ মাহমুদের নাম শোনা যাচ্ছিল। তিনি দীর্ঘ সময়ের জন্য দায়িত্ব চান, শোনা যাচ্ছিল এমনটিও। আলোচনায় ছিলেন ওয়াসিম জাফরও।
আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসলেও সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সুজনকে ভারপ্রাপ্ত কোচ করার বিষয়টি নিশ্চিত করেছেন আকরাম।
তিনি জানান, ওয়াসিম জাফর যোগ দেবেন ব্যাটিং পরামর্শক হিসেবে। আর কোর্টনি ওয়ালশের জায়গায় বোলিং কোচ থাকবেন চম্পকা রামানায়েকে।
২০১৭ সালের শেষ দিকে চন্ডিকা হাথুরুসিংহে দায়িত্ব ছাড়ার পর ইংল্যান্ড থেকে স্টিভ রোডসকে নিয়ে আসে বিসিবি। বিশ্বকাপে দল খারাপ করায় রোডসকে বিদায় নিতে হয়। চুক্তি বাড়েনি কিংবদন্তি পেসার ওয়ালশেরও।
ওয়াসিম জাফর কোচিংয়ে নবীন হলেও চম্পকা অভিজ্ঞ এক নাম। বাংলাদেশের প্রথম বোলিং কোচ ছিলেন তিনি। ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত টাইগারদের সঙ্গে কাজ করেছেন। তাকে বাংলাদেশের এযাবৎকালের সেরা বোলিং কোচও বলে থাকেন অনেকে।
Leave a Reply