ডেস্ক রিপোর্ট
ধুমধাম করে বিয়ের আয়োজন করে, জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তর। নিজেদের পরিবারের কেউ না থাকলেও, বিয়ের আয়োজনের ছিল না কোনো কমতি।
ইতি, হাওয়া ও উরুফা। অন্য মেয়েদের থেকে তারা একটু আলাদা। বাবা-মা নেই তাদের। বেড়ে উঠেছেন কুষ্টিয়া সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ পুনর্বাসন কেন্দ্রে।
তবে এ নিবাস ছেড়ে হয়েছে তাদের নতুন ঠিকানা। গায়ে হলুদ। কার্ড ছাপিয়ে বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ। কি নেই বিয়েতে। পরিচয়হীন অনিশ্চিত ভবিষ্যতের এই তিন বাক প্রতিবন্ধী নারীকে আলোর পথ দেখিয়েছে কুষ্টিয়ার জেলা প্রশাসন।
বিয়ে বাড়িতে অতিথি হয়ে আসেন জেলা প্রশাসনের শীর্ষকর্তাসহ মহিলা দপ্তর ও সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তারা।
বরপক্ষের স্বজনেরা তাদের আপন করে নিতে পেরে নিজেদের ধন্য মনে করছেন। উৎসবমুখর বিয়ের আয়োজন শেষে তিন কন্যার বিদায় বেলায় সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ।
Leave a Reply