হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি :
কিশোরগঞ্জের ভৈরবে ট্রমা জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় জুয়েল নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাতে ভৈরব ট্রমা হাসপাতালের ডাঃ কামরুজ্জামান আজাদের অবহেলা ও ভুল চিকিৎসার কারণে তার মৃত্যু হয়েছে বলে স্বজনরা জানান। নিহত জুয়েল পৌর এলাকার চন্ডিবের দক্ষিনপাড়া এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে। এঘটনায় অভিযুক্ত ডাঃ কে অবরুদ্ধ করে হাসপাতাল ভাংচুর করেন নিহতের স্বজন ও স্থানীয় লোকজন। পরে র্যাব-পুলিশের হস্থক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এবিষয়ে নিহতের ভাই কামাল মিয়া বাদী হয়ে অভিযুক্ত ডাঃ কামরুজ্জামানসহ চার জনের বিরুদ্ধে ভৈরব থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার অন্য আসামীরা হলেন, এনেস্থেসিয়া ডাঃ মোঃ ইমরান, ওয়ার্ড বয় গৌরাঙ্গ ও হাসপাতালের মালিক মোশারফ হোসেন।
গত দুই বছর আগে এক সড়ক দুর্ঘটনায় ডান হাতে আঘাতপ্রাপ্ত হয় জুয়েল। ওই সময় ভৈরব ট্রমা হাসপাতালের অর্থপেডিক ডাঃ কামরুজ্জামান আজাদ জুয়েলের হাতে অস্ত্রোপচার করেন। পরবর্তীতে ওই ডাঃ এর দেওয়া তারিখ অনুযায়ী গতকাল রাতে অস্ত্রোপচারের রড খুলতে হাসপাতালে গেলে অপারেশন থিয়েটারে ডাঃ ইমরান জুয়েলের দেহে চেতনানাশক ঔষধ প্রয়োগ করলে সঙ্গে সঙ্গে মৃত্যুর কোলে ঢলে পড়েন জুয়েল। স্বজনরা বলছেন, অতিরিক্ত মাত্রার ভুল চেতনানাশক ঔষধ প্রয়োগের ফলেই জুয়েলের মৃত্যু হয়েছে। এছাড়াও জুয়েলের মৃত্যুর পর কৌশলে জুয়েল জীবিত আছে জানিয়ে উন্নত চিকিৎসার কথা বলে মৃত লাশকে ঢাকা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ স্বজনদের। তবে স্বজনদের অভিযোগকে মিথ্যা দাবি করে অভিযুক্ত ডাঃ কামরুজ্জামান সাংবাদিকদের জানান, অপারেশনের পর জুয়েলের হার্ট এ্যাটাক হয়। এসময় জীবন রক্ষাকারি সকল ঔষধ প্রয়োগ করেও তার অবস্থার উন্নতি হচ্ছিল না। তাই তাকে ঢাকা পাঠানোর চেষ্টা করা হয়েছিল। এঘটনায় নিহত জুয়েলের স্বজনরা ও স্থানীয় বিক্ষোব্ধ লোকজন উত্তেজিত হয়ে অভিযুক্ত ডাঃ কামরুজ্জামানকে অবরোদ্ধ করে হাসপাতালে ভাংচুর চালালে র্যাব-পুলিশের হস্থক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে রাত দেড়টার দিকে অবরুদ্ধ ডাঃ কামরুজ্জামানকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়। এবিষয়ে সাংবাদিকদের সাথে দেওয়া এক সাক্ষাৎকারে র্যাব-১৪, ভৈরব ক্যাম্প এর অধিনায়ক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, লাশ ময়নাতদন্তের জন্যে কিশোরগঞ্জ পাঠানো হয়েছে। এছাড়াও অভিযুক্ত ডাঃ কামরুজ্জামানকে উদ্ধার করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।
Leave a Reply