নিউজ ডেস্ক :
বরিশালে বিভাগীয় পর্যায়ে ২ (দুই) দিনব্যাপী ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা বিষয়ক সফ্টওয়ার-এর জন্য ‘টিওটি’ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। বৃহষ্পতিবার(০৯ মে) বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন বরিশালের বিভাগীয় কমিশনার রামচন্দ্র দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক এস.এম অজিয়ার রহমান। কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন বরিশালের উপ-ভূমি সংস্কার কমিশনার তরফদার মো: আক্তার জামীল এবং কোর্স সমন্বয়কের দায়িত্ব পালন করেন ভারপ্রাপ্ত অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব) জনাব মো: শহিদুলইসলাম।
উল্লেখ্য, বরিশাল বিভাগের ৬টি জেলার প্রত্যেক জেলা হতে ২জন সহকারী কমিশনার (ভূমি) এবং ২জন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার সমন্বয়ে ১টি ব্যাচে মোট ২৪জন প্রশিক্ষণার্থী উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করছে।
ভূমি সম্পর্কিত নানা জটিলতা নিরসন এবং ভূমি ব্যবস্থাপনার উন্নয়ন ও আধুনিকায়নে ভূমিসংস্কার বোর্ড কাজ করছে। এরই ধারাবহিকতায় অনলাইনে ভূমি উন্নয়ন কর নির্ধারণ ও আদায় এর লক্ষ্যে ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনার বিষয়ক সফ্টওয়ারটি প্রণয়ন করা হয়েছে। মাঠপর্যায়ে সফটওয়ারটি পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হলে ভূমি উন্নয়ন কর সঠিকভাবে নির্ধারণ ও আদায়ের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টদের বিশ্বাস।
Leave a Reply