কিশোরগঞ্জের ভৈরবের ব্রক্ষ্মপুত্র নদ থেকে অজ্ঞাতনামা এক মহিলার ভাসমান লাশ উদ্ধার করেছে নৌ থানা পুলিশ। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৪০বছর।
বুধবার (৩১আগষ্ট) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের পঞ্চবটী জব্বার জুট মিলের পশ্চিম পাশ এলাকায় ব্রহ্মপুত্র নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ভাসমান লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তাৎক্ষণিকভাবে লাশের পরিচয় পাওয়া যায়নি। তবে তার পরণে সবুজ রংয়ের প্রিন্টের শাড়ী ছিল বলে পুলিশ জানায়।
এ বিষয়ে ভৈরব নৌ থানার উপ-পরিদর্শক এস আই মোঃ রাসেল মিয়া জানান বুধবার রাত সাড়ে ৮ টায় পঞ্চবটী ব্রহ্মপুত্র নদীর তীর জব্বার জুটমিলের পশ্চিম পাশ এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ে এক মহিলার লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে মৃতদেহে কোনো আঘাতের চিন্হ পরিলক্ষিত হয়নি। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর জানা যাবে।
এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধিন বলেও তিনি জানান।
Leave a Reply