হৃদয় আজাদ:
ভৈরবের সৌদি প্রবাসী মোঃ জাহের মিয়া(৪২) দাম্মাম শহরে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। সে উপজেলার শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর গ্রামের মধ্যপাড়া এলাকার মৃত ছামেদ আলীর (ছাবু মিয়া) পুত্র বলে জানা গেছে। নিহতের খবর তার গ্রামের বাড়িতে ছড়িয়ে পড়লে পরিবার ও আত্মীয়স্বজনসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।
পরিবার সূত্রে জানা যায়, গত ১৫মার্চ জাহের বাইসাইকেল যোগে তার কর্মস্থল সৌদি আরবের দাম্মাম শহরের আল-হোসাইন-আল ইয়ামা নামক কোম্পানীতে যাবার সময় দাম্মাম শহরের আলজুম নামক স্থানে রাস্তা পারাপারের সময় একটি মাইক্রোবাস তার সাইকেলে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে প্রতক্ষ্যদর্শীরা মুমূর্ষ অবস্থায় তাকে স্থানীয় আল-আজীজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের আইসিওতে ২৩দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর গত ৫এপ্রিল শুক্রবার (বাংলাদেশ সময়) রাত বারটায় সে মারা যায়। আজ রোববার সকালে ওই কোম্পানীর ফোরম্যান কুমিল্লার ইকবাল হোসেন প্রবাসে জাহেরের মৃত্যুর সংবাদ তার পরিবারকে জানায়।
এব্যাপারে পরিবারের পক্ষ থেকে নিহতের বড় ভাই মোঃ মোবারক হোসেন কোম্পানীর কাছে ক্ষতিপূরণ চেয়ে দ্রুত সময়ের মধ্যে নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারের কাছে দাবি জানিয়েছেন।
এবিষয়ে শ্রীনগর ইউপি চেয়ারম্যান সার্জেন্ট (অবঃ) তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করে অনতিবিলম্বে নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য নিহত জাহের মিয়া গত ১৯বছর আগে অভাব অনটনের সংসারের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে সৌদি আরবে পাড়ি জমায়। নিহতের পরিবারে স্ত্রীসহ দুই কন্যা সন্তান রয়েছে।
Leave a Reply