হৃদয় আজাদ:
কিশোরগঞ্জের ভৈরব বাজার মেঘনা নদী এলাকা থেকে ভাসমান এক অজ্ঞাত যুবকের লাশ করেছে ভৈরব থানা পুলিশ। সোমবার বিকেলে চারটায় মেঘনা নদীর ভৈরব প্রান্তে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে খবর পেয়ে সন্ধ্যা সাতটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এব্যাপারে ভৈরব থানার উপ-পরিদর্শক মোখলেছুর রহমান রাসেল জানান, গত তিন/চার দিন আগে যুবক-কে হত্যা করা হতে পারে বলে ধারনা করছি। লাশটির গায়ে চেক শার্ট ও টাউজার পরিহিত ছিল। এবিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করে ময়না তদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply