হৃদয় আজাদ, ভৈরব
কিশোরগঞ্জের ভৈরবে বিচারাধীন ভুমিতে অবৈধভাবে ভবন নির্মাণের অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয় একটি মুক্তিযোদ্ধা পরিবারের লোকজন । আজ বৃহস্পতিবার সকালে শহরের আইসকোং মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষে শেখ আশরাফুল আলম বিজন তার বক্তব্যে বলেন, কিশোরগঞ্জ জেলার বিজ্ঞ যগ্মœ জেলা জজ ২য় আদালতে উক্ত ভুমির উপর মুক্তিযোদ্ধা শাহাজাদা মিয়া মামলা করেন। মামলা নং-০৯/২০১৯ইং।
আদালত কর্তৃক আইনের ২২ অর্ডারের রুল ও ১৫১ ধারার বিধান উপেক্ষা করে একটি ভুমিদূস্য চক্র নিজেদের অসৎ উদ্দেশ্য হাসিলের লক্ষে এই ভূতিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন। এলাহি টাওয়ার নাম দিয়ে অসৎ উদ্দেশ্যে লোভনীয় অফারে ফ্ল্যাট বিক্রির নামে ভ’মিদস্যূ চক্রটি লিফলেটও বিতরণ করছে বলে জানান তিনি।
এতে করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার পাঁয়তারার মাধ্যমে সাধারণ মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এবিষয়ে কিশোরগঞ্জ জেলা প্রশাসক বরাবর একটি স্মারক লিপি দেওয়া হয়েছে। মানববন্ধনে ঘটনাটির সুষ্টু তদন্তের মাধ্যমে দোর্ষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়।
Leave a Reply