হৃদয় আজাদ :
ভৈরবে বেবি বেকারি ও জে এল ফুড এন্ড ভেবারেজ নামক দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে পঞ্চান্ন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার(২৩ এপ্রিল) দুপুরে আচমকা অভিযান চালিয়ে মোড়কজাতকরণ বিধি না মেনে খাদ্য পণ্য বাজারজাত করার অপরাধে বেবি বেকারিকে পাঁচ হাজার টাকা এবং ক্ষতিকর দ্রব্য(জিংক অক্সাইড যা দেয়ালের চুনকালি করতে ব্যবহার করা হয়, ঘনচিনি ও রঙ) মিশিয়ে আইসক্রিম তৈরি ও বিক্রির অপরাধে জে এল ফুড এন্ড ভেবারেজকে পঞ্চাশ হাজার টাকাসহ মোট পঞ্চান্ন হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন কিশোরগঞ্জের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. ইব্রাহীম হোসেন। বাজার তদারকি কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে । এ সময় ভৈরব পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ও পৌর নিরাপদ খাদ্য পরিদর্শক নাসিমা বেগম উপস্থিত ছিলেন। জনস্বার্থে এসব অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. ইব্রাহীম হোসেন।
Leave a Reply