হৃদয় আজাদ, ভৈরব
কিশোরগঞ্জের ভৈরবে আগুনে নয়টি বসতঘর পুরে গেছে । গতকাল শনিবার দুপুর একটায় পৌর শহরের পঞ্চবটি নতুন রাস্তা এলাকায় সেলিম মিয়ার বাড়িতে এই অগ্নিকান্ডের সৃষ্টি হয়। পরে মুহুর্তের মধ্যেই পাশ্ববর্তী তোফাজ্জল মিয়ার বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডের ঘটনায় ৯টি বসত ঘর পুড়ে দশ লক্ষ্যাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে বাড়ির মালিকরা দাবী করেন।
এদিকে আগুন নেভানোর নাম করে সুযোগ সন্ধানী কিছু লোক মালামাল লুট করে নিয়ে গেছে বলে ক্ষতিগ্রস্থরা অভিযোগ করেন।
ভৈরব ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার ফজলুর রহমান বলেন , প্রাথমিক ভাবে ধারনা করছি, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই অগ্নীকান্ডের সৃষ্টি হয়েছে। তবে আগুনে কি পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে তা এখনি সঠিকভাবে বলা যাচ্ছে না।
Leave a Reply