ভৈরব প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে আনুষ্ঠানিকভাবে বিএনপির আটজন নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেছেন। গতকাল বৃহস্পতিবার ভৈরবের আগানগরের একটি কর্মীসভায় যোগদান করেন তারা। সন্ধায় আগানগর ইউনিয়নের গকুলনগর বাজারে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটি কর্মী সমাবেশের আয়োজন করে স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীরা।
সভায় সভাপতিত্ব করেন আগানগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও বর্তমান ইউপি চেয়ারম্যান মমতাজ উদ্দীন। এসময় উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব সিরাজ উদ্দীন সিরাজ ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু বিএনপি থেকে আসা আট নেতাকর্মীকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। যোগদানকৃতরা হলেন, উপজেলা বিএনপির নির্বাহি সদস্য মো.হেদায়াত উল¬াহ, আগানগর ইউনিয়ন বিএনপি নেতা নবী হোসেন, একই এলাকার শহীদ মিয়া, সেলিম হোসেন, কামাল হোসেন, বশির আহমেদ বাচ্চু, নবীপুর এলাকার বাদল মিয়া ও কালিকাপুর এলাকার আলাল উদ্দীন।
যোগদানকৃত বিএনপি নেতা হেদায়াত উল¬াহ জানান, মজিব আদর্শে উদ্বুদ্ধ হয়ে শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আমিসহ আটনেতাকর্মী স্বেচ্ছায় আওয়ামীলীগে যোগদান করলাম।
ভৈরব উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টুবলেন, গ্রামগঞ্জের উন্নয়ন দেখে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নাজমুল হাসান পাপনের হাত কে শক্তিশালি করতে বিএনপির নেতাকর্মীরা এখন প্রতিদিনিই ভৈরবের বিভিন্ন এলাকায় আওয়ামীলীগে যোগদান করছেন।
Leave a Reply