হৃদয় আজাদ:
আসন্ন মাহে রমজান মাসের পবিত্রতা রক্ষা ও নিত্য প্রয়োজসীয় পণ্য সামগ্রীর বাজারদর স্থিতিশীল রাখার লক্ষে কিশোরগঞ্জের ভৈরবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে এগারো টায় উপজেলা টাস্কফোর্স কমিটির আয়োজনে সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন বলেন, সর্বাধিক মানসম্মত খাবার পাওয়া একজন ভোক্তার যেমন মৌলিক অধিকার তেমনি আইনগত অধিকারও বটে। আর ভুক্তার এ অধিকার বাস্তবায়নের লক্ষে বিভিন্ন সময়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ নানা কর্মসূচীর আয়োজন করা হচ্ছে। ভবিষ্যতেও এসব অভিযান ও কর্মসূচী অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সিরাজ উদ্দিন, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সভাপতি তাজুল ইসলাম তাজ ভৈরবী, ভৈরব চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ, নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাধারণ সম্পাদক আলাল উদ্দীন প্রমূখ।
এছাড়াও সভায় অন্যান্যদের মাঝে পৌর নিরাপদ খাদ্য পরিদর্শক নাছিমা বেগম, চেম্বার অব কমার্সের সহ সভাপতি আর. এ মারুকী শাহিনসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply