হৃদয় আজাদ :
ঈদ আনন্দ উপভোগ করতে ঈদের দিন কিশোরগঞ্জের ভৈরবে মেঘনার ত্রী-সেতু এলাকায় লাখো মানুষের ঢল নেমেছে। বুধবার ঈদের দিনে বৈরী আবহাওয়া থাকায় ভৈরবের এই একমাত্র বিনোদন কেন্দ্রটি ফাকা থাকলেও ঈদের দ্বিতীয় দিন বৃহ¯পতিবার দুপুর থেকেই নানা বয়সী হাজার হাজার নারী পুরুষের সমাগম ঘটে এ বিনোদন কেন্দ্রটিতে। বাদ যায়নি বাংলাদেশী বংশদ্ভুত প্রবাসী পরিবাতও । তবে এবারের ঈদ আনন্দ উপভোগে বিনোদন কেন্দ্রটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ফুটে উঠেছে দর্শনার্থীদের মুখে।
কর্ম ব্যস্ততার মাঝে বছরের সব থেকে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদের আনন্দকে পরিবার পরিজন ও বন্ধু-বান্ধবের সাথে ভাগাভাগি করে নিতে কিশোরগঞ্জ, নরসিংদী ও ব্রাক্ষ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা লক্ষাধিক মানুষের সমাগম ঘটে ভৈরবের একমাত্র বিনোদন স্পট মেঘনা পাড়ের ত্রি-সেতু এলাকায়। দর্শনার্থীদের পদচারনায় মুখরিত হয়ে উঠে বিনোদন কেন্দ্রটি। দর্শনার্থীরা কেউ নৌ ভ্রমন, লঞ্চ ভ্রমন, স্পীডবোডে চড়ে আনন্দ খুজেন আবার কেউ ঘোড়ায় চড়ে ও নাগরদোলায় দোল খেয়ে বেজায় খুশি। আর এ দিনে বাড়তি রোজগারের আশায় লোভনীয় ফুচকাসহ বাচ্চাদের হরেক রকমের খেলনার ভ্রাম্যমান দোকান বসে বিনোদন কেন্দ্রটিতে। এছাড়াও মেঘনার বুকের উপরিভাগে অবস্থিত ভৈরব-আশুগঞ্জ সড়ক সেতু ও দুটি রেলসেতুও বাড়তি আকর্ষণের জোগান দেয় দর্শনার্থীদের মনে। সেতুর উপর দাড়িয়ে নিচে বহমান মেঘনার ঢেউ যেন ঈদের আনন্দকে আরো বাড়িয়ে দেয়। প্রতি দিনই কম বেশী দর্শনার্থী বিনোদনের জন্য এখানে আসে তবে বছরের বিশেষ দিনে মানুষের পদ চারনায় মুখরিত হয় এ নদী এলাকা। তবে এবারের ঈদ আনন্দ উপভোগে বিনোদন কেন্দ্রটির নিরাপত্তা নিয়ে অসন্তুষ্টির কথা জানালেন অনেকেই। স্থানীয়দের পাশাপাশি দর্শনার্থীদের অভিযোগ, বিনোদন কেন্দে লাখো মানুষের নিরাপত্তায় চোখে পড়ার মতো কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে রীতিমত আতংকেই ঈদ আনন্দ উপভোগ করছেন তারা। এছাড়াও নিরাপত্তা ব্যবস্থায় জোরদার করে ভৈরবের এই একমাত্র বিনোদন কেন্দ্রটিকে রক্ষা করতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকরি হস্থক্ষেপ কামনা করেন দর্শনার্থীরা। তবে পুলিম প্রশাসন বলছেন, ঈদ আনন্দ উপভোগ করতে আশা মানুষজনের জানমালের নিরাপত্তা রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।
Leave a Reply