হৃদয় আজাদ:
“রোধ বৃষ্টিতে ভয় নাই, সময় মত স্কুলে যাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভৈরবে শিক্ষার মান উন্নয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে লাল সবুজ রংয়ের ছাতা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার শ্রীনগর ইউয়নের ভবানীপুর আব্দুল মালেক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভবানীপুর পুর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমী ১২০টি ছাতা তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (অবঃ) সার্জেন্ট আবু তাহের, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালামসহ বিদ্যালয়ের শিক্ষকগন। ছাতা হাতে পেয়ে শিক্ষার্থীরা খুশি প্রকাশ করে ভৈরব উপজেলা প্রশাসনকে আন্তরিক ধ্যনবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শিক্ষার্থীরা বলেন, এখন রোধ বৃষ্টিতে ভিজে বিদ্যালয়ে আসার আর কোন ভয় নাই। ম্যাডাম স্যার আমাদেরকে ছাতা দিয়েছেন বিদ্যালয়ে আসার জন্য। এখন থেকে আমরা রোধ বৃষ্টি উপেক্ষা করে নিয়মিত বিদ্যালয়ে আসতে পারব।
ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন বলেন, মান সম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসতে উৎসাহিত করতে একশত বিশ জন শিক্ষার্থীদের মাঝে এ ছাতা বিতরণ করা হয়। এতে শিক্ষার্থীরা অত্যন্ত খুশি হয় এবং বিদ্যালয়ে আসতে আগ্রহী হবে বলে আমি মনে করি।
Leave a Reply