হৃদয় আজাদ:
ভৈরবে এনআরবিসি ব্যাংকের স্পেশাল ব্যাংকিং বুথের শুভ উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার বেলা ১১টায় ভৈরব বাজারের টিনপট্টী এলাকায় ফিতা কেটে ব্যাংকটির এ স্পেশাল বুথের উদ্বোধন করেন এনআরবিসি ঢাকা কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক মোহাম্মদ আলী চৌধুরী।
এনআরবিসি ব্যাংক ভৈরব শাখার ম্যানেজার মোঃ ইলিয়াস উদ্দীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক বাবু সুব্রত পাল, ভৈরব পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভ, ভৈরব চেম্বার অব কমার্সের নবনির্বাচিত সভাপতি রোটারিয়ান আলহাজ্ব হুমায়ুন কবীর, ভৈরব উপজেলা বিএনপির এনআরবিসি ব্যাংকের ডিএমডি কাজী তালহা ও ভৈরব বাজারের বিশিষ্ট ব্যবসায়ী দুলাল চন্দ্র সাহা।এছাড়াও এসময় এনআরবিসি ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দসহ ভৈরব বাজারের বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যেএনআরবিসি ঢাকা কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক মোহাম্মদ আলী চৌধুরী বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বর্তমানে ব্যাংকিং ব্যবস্থাপনায় জনগণের স্বার্থে আমূল পরিবর্তন আনা হয়েছে। আর এ পরিবর্তন নিয়েবাণিজ্যিক ভৈরবের ব্যাংক গ্রাহকদের সর্বোপুরি সুযোগ-সুবিধার কথা মাথায় রেখেই এনআরবিসি ব্যাংক ভৈরব বাজার শাখা থাকা সত্বেও স্পেশাল ব্যাংকিং বুথের কার্যক্রম শুরু করেছে।গ্রাহকদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করণের লক্ষে এনআরবিসি সবসময় কাজ করে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এছাড়াও অনুষ্ঠানের বিশেষ অতিথি ভৈরব চেম্বার অব কমার্সের নবনির্বাচিত সভাপতি রোটারিয়ান আলহাজ্ব হুমায়ুন কবীর ব্যাংকটির সফলতা কামনা করে গ্রাহক সেবায় কাজ করে যেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
Leave a Reply