শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৭ পূর্বাহ্ন

নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ভৈরবে গণপরিবহন চালুসহ ৩দফা দাবিতে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২ মে, ২০২১
ভৈরবে গণপরিবহন চালুসহ ৩দফা দাবিতে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ

সারাদেশ ব্যাপি চলমান লকডাউনের ফলে দীর্ঘদিন বন্ধ থাকা গণপরিবহন চালুসহ ৩দফা দাবিতে ভৈরবে বিক্ষোভ ও মানবন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। আজ রবিবার সকাল ১১টায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের তিনদফা দাবি আদায়ের লক্ষে ভৈরব আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এর আয়োজনে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দূর্জয়মোড় এলাকায় ঘন্টাব্যাপি এসব কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনটির ভৈরব শাখার সভাপতি মোঃ খলিলুর রহমান, সহ- সভাপতি মোঃ শরীফ আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ হানিফ মিয়া, শ্রমিক নেতা আবু মিয়াসহ আরো অনেকে। এছাড়াও মানববন্ধনে স্থানীয় শতাধিক পরিবহন শ্রমিক উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা সরকারের কাছে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন ও পন্য পরিবহন চলাচলের ব্যবস্থা, সড়ক পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদান এবং টার্মিনালে শ্রমিকদের জন্য ১০টাকায় ওএমএস এর চাল বিক্রির ব্যবস্থা-মোট তিনটি দাবি তুলে ধরেন। এছাড়াও তারা আরো বলেন, সরকার তাদের এই তিনদফা দাবি মেনে না নিলে অবিলম্বে পরিবহন শ্রমিকরা সারাদেশ ব্যাপি বৃহত্তর আন্দোলনের ডাক দেবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 Onenews24bd.Com
Site design by Le Joe