হৃদয় আজাদ:
ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে জাকির হোসেন (৩৮) নামের সেনাবাহিনীর (বেসামরিক) অডিটর গুরুতর আহত হয়েছেন। আহত অডিটর জাকির হোসেন কালিকাপ্রসাদ ইউনিয়নের ঝগড়ারচর গ্রামের বীরমুক্তিযোদ্ধা সিরাজ মিয়ার পুত্র বলে জানা গেছে। ঘটনার পর পরই জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন দুই শিক্ষার্থীসহ চারজনকে আটক করেছে ভৈরব থানা পুলিশ।
জানা যায়, গতকাল শনিবার রাত আনুমানিক নয়টার দিকে শহরের রেলষ্টেশন সড়কের কবরস্থান সংলগ্ন স্থানে একটি ছিনতাইকারী চক্র জাকির হোসেনের পথরোধ করে এলোপাথারি ছুরিকাঘাত করে মূল্যবান সামগ্রীসহ টাকা পয়সা ছিনিয়ে নেয়। এসময় তার ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে তাকে মুমূর্ষ অবস্থায় স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে সে ওই মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এবিষয়ে ভৈরব থানার ওসি (তদন্ত) বাহালুল খান বাহার ছিনতাইয়ের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এঘটনায় পরিবারের পক্ষ থেকে একনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাই নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন চারজনকে আটক করা হয়েছে।
Leave a Reply