হৃদয় আজাদ:
ভৈরবে ছিনতাই ও মাদক চক্রের মূল হোতা অপুসহ ২০ জনকে গ্রেফতার করেছে ভৈরব থানা পুলিশ । সোমবার সকাল থেকে আজ মঙ্গলবার ভোর পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত চিহ্নিত মাদক ব্যবসায়ী অপুর কাছ থেকে ৫০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে।
পুলিশ জানায়, আটক কৃতদের মধ্যে ভৈরবপুর গ্রামের বোরহান মিয়ার পুত্র অপু দীর্ঘদিন ধরে মাদক ও ছিনতাইকারীদের শেল্টার দিয়ে শহরের বিভিন্ন জায়গায় ছিনতাইকারী চক্র ও মাদক ব্যবসায় চালিয়ে আসছিল। অপুর বিরুদ্ধে ভৈরব থানায় মাদক ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে । এছাড়া আরো বিভিন্ন অপরাধে জড়িত আরো ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ। পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান।
Leave a Reply