হৃদয় আজাদ:
ভৈরবে ডাকাতিকালে জনতার হাতে আটক হওয়া মো: কামাল মিয়া(৫০) নামে ডাকাতদলের এক সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। সে নরসিংদী জেলার রায়পুরা থানাধীন মুছাপুর নামাপাড়া গ্রামের মৃত মতি মিয়ার ছেলে বলে জানা গেছে।
এলাকাবাসী জানায়, বুধবার দিবাগত রাত তিনটার দিকে ৫/৬ জনের একটি ডাকাত দল উপজেলার মানিকদী চান্দেরচর এলাকার মুর্শিদ মিয়ার বাড়িতে ডাকাতি করতে গেলে ডাকাতদের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজনসহ এলাকাবাসী ডাকাতদলের উপর চড়াও হয়।
এসময় ডাকাতদলের একজনকে আটক করতে সক্ষম হলেও অন্যান্য সদস্যরা পালিয়ে যায়। এ-ঘটনায় ডাকাত সদস্যের হাতে থাকা ধারালো ছুড়ির আঘাতে একজন আহত হয়। পরে জনতার হাতে আটক হওয়া ডাকাতকে উত্তম-মাধ্যম দিয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে ভৈরব থানার উপ-পরিদর্শক জালাল বীন আমির সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে আটকৃত ডাকাত সদস্যসহ একটি ছুড়ি উদ্ধার করেন।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, এবিষয়ে মুর্শিদ মিয়া বাদী হয়ে আটকৃতসহ অজ্ঞাত আরো কয়েকজনের বিরুদ্ধে দস্যূতা আইনে মামলা দায়ের করেছেন। পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
Leave a Reply