“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”-স্লোগানে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে কিশোরগঞ্জের ভৈরবে জলাশয় পরিষ্কার শুরু হয়েছে। আজ রোববার দুপুর ৩টার দিকে উপজেলা ও পৌরসভার যৌথ উদ্যোগে পৌর শহরের বাল্লা বিল পরিষ্কার কাজের উদ্ধোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন।
এসময় সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেদওয়ান আহমেদ রাফি, পৌরসভার প্রকৌশলী আব্দুল বাতেন, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ আবুল খায়েরসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক প্যানেলসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন বলেন, ভৈরব শহর পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচির অংশ হিসেবে বাল্লা বিল পরিষ্কার পরিচ্ছন্ন সরকারী আয়োতন নির্ধারন করে বিলের গতিপথ ফিরিয়ে আনা হবে এবং পরবর্তীতে সাতমুখী বিল পরিষ্কার পরিচ্ছন্ন করে দখল মুক্ত করা হবে। পাশাপাশি এ পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচী অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Leave a Reply