হৃদয় আজাদ :
ভৈরবে তিন শতাধিক দুস্থ প্রতিবন্ধীর মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার(১৩জুন) দুপুরে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের কালিকাপ্রসাদ মিয়া বাড়ির মাঠে স্থানীয় দুস্থ প্রতিবন্ধি কল্যাণ ফাউন্ডেশন এই অর্থ বিতরণ করেন।
দুস্থ প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি হাজী মো: শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: সায়দুল্লাহ মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধিদের হাতে নগদ অর্থ তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, কালিকাপ্রসাদ ইউপি চেয়ারম্যান মো: ফারুক মিয়া, দুস্থ প্রতিবন্ধি কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মাসুদ রানা, আনোয়ারা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: আজিজুল হক স্বপন প্রমূখ।
আলোচনা সভায় সমাজের দুস্থ প্রতিবন্ধিদের কল্যাণে সবাইকে স্বপ্রণোদিত হয়ে এগিয়ে এসে কাজ করার আহ্বান জানান বক্তারা । অনুষ্ঠানে সভাপতি হাজী মো: শাহজাহান এলাকায় একটি প্রতিবন্ধি পূণর্বাসন কেন্দ্র গড়ে তুলতে নিজের তিন শতাংশ ভূমি লিখে দেওয়ার ঘোষণা দেন।
পরে হাজী শাহজাহান মিয়ার দান করা ভূমিতে স্থানীয় সংসদ সদস্য নাজমুল হাসান পাপনের সাথে পরামর্শ করে প্রতিবন্ধি পূণর্বাসন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ গ্রহণের কথা জানান অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব মো: সায়দুল্লাহ মিয়া। এছাড়া উপজেলা পরিষদ থেকে প্রতিবিন্ধদের জন্য কিছু হুইলচেয়ার বরাদ্ধেরও ঘোষণা দেন তিনি।
Leave a Reply