হৃদয় আজাদ :
ভৈরবে উপজেলা প্রশাসনের আয়োজনে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদের রাজস্ব তহবিল হতে প্রাপ্ত অর্থে এই বৃত্তি প্রদান করা হয়। উপজেলার ১৮২টি সরকারি প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের ৭৭টি বিদ্যালয়ের থেকে একজন করে ছাত্র এবং একজন ছাত্রীকে এই বৃত্তি প্রদান করা হয়। প্রাথমিক পর্যায়ের প্রত্যেক শিক্ষার্থীকে এক হাজার এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীকে দুই হাজার টাকা প্রদান করা হয়।
আজ বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: সায়দুল্লাহ মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ শাহরিয়ার মেনজিস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা, উপজেলা একাডেমিক সুপারভাইজার স্বপ্না বেগম, সহকারী শিক্ষা কর্মকর্তা নাদিরা বেগম।
Leave a Reply