ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ৩০জন আহত হয়েছেন এবং ২৫ থেকে ৩০টি বাড়ি-ঘরে হামলা, ভাংচুর ও মালামাল লুটের ঘটনা ঘটেছে।
আজ শনিবার সকালে উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া ও খলাপাড়া এলাকায় ধান মাড়ায়কে কেন্দ্র করে দুইপক্ষের লোকজনের মাঝে ঘন্টাব্যাপি এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় নিহতেরা হলেন খলাপাড়া গ্রামের শেখ বাড়ির মুতালিব শেখের ছেলে মুগল শেখ (৩০) ও লুন্দিয়া গ্রামের শেখ বাড়ির আব্দুল খালেক শেখের ছেলে পাবেল শেখ (২২)। এছাড়াও সংঘর্ষে আহতদের মাঝে আশংকাজনক অবস্থায় ১০/১২জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায় , আজ শনিবার সকাল ৯টার দিকে শেখবাড়ির লোকজন মাঠে ধান মাড়ায় করতে গেলে স্থানীয় শিকদার বাড়ির লোকজন তাদের গালাগাল করে। এ নিয়ে দুইপক্ষের মাঝে প্রথমে কথা কাটাকাটির সৃষ্টি হলে পরক্ষণে তা সংঘর্ষে রুপ নেয়। এসময় উভয়পক্ষের ১০/১৫জন আহত হন। গুুেতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মুতালিব শেখের ছেলে মুগল শেখকে মৃত বলে ঘোষণা করেন । এ খবর লুন্দিয়া গ্রামে পৌঁছলে গ্রামে বসবাসরত শেখ বংশের লোকজন ও শিকদার বাড়ির আত্মীয় পাগলা বাড়ির লোকজনের মাঝে দুপুর ১২টার দিকে সংঘর্ষ বাঁধে। এ সংঘর্ষে উভয়পক্ষের আরও ১৫ থেকে ২০জন আহত হয়। আহতদের মাঝে গুরুতর অবস্থায় শেখ বাড়ির আব্দুল পাবেল শেখকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিন বলেন, একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক পর্যাপ্ত পুলিশ ফোর্স সাথে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্বল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি। এঘটনায় এপর্যন্ত আহতদের মাঝে দুইজন মারা গেছেন বলে জানতে পেরেছি। এছাড়াও পরবর্তী যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের সনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
Leave a Reply