হৃদয় আজাদ:
ভৈরবে ইয়াবাসহ ২নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ । বৃহস্পতিবার রাতে ভৈরব রেল স্টেশন এলাকা থেতে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪শ ৫০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন ব্রাক্ষ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার তুলাশিমুল গ্রামের মৃত হিরন মিয়ার স্ত্রী রোকেয়া বেগম ( ৫০ ) ও তার ঝাঁ একই গ্রামের লিটন মিয়ার স্ত্রী মোমেনা বেগম (৪০)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে শুক্রবার সকালে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করেছে ।
ভৈরব রেলওয়ে থানার উপ-পরিদর্শক সুরুজ্জামান জানান, বৃহস্পতিবার রাতে ভৈরব রেলওয়ে ষ্টেশনের অন্যান্য ফাস্ট ফুডের সামনে থেকে তাদের ২ জনকে আটক করা হয় । পরে তাদের তল্লাশি করে ৪শ ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয় । জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় উদ্ধার হওয়া ইয়াবা তারা রাজধানী ঢাকায় পাচারের জন্য নিয়ে যাচ্ছিল। এবিষয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় পুলিশ।
Leave a Reply